বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ফের একবা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানা এলাকা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা। পুলিশের জালে আটক এক জন।
 চাঞ্চল্য কর ঘটনা টি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানা এলাকা থেকে।
এর আগেও একাধিক বার এ ধরনের আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে। মাঝে মাঝেই এ ধরনের ঘটনায় জেড়ে কার্যত আতংক ছড়িয়েছে এলাকায়। এদিনের ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিশেষ সুত্র মারফত জানা যায় গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে পচা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চারটে বন্দুক, ১২ রাউন্ড গুলি, ৬ টি বোমা সহ বোম তৈরি মসলা উদ্ধার করে পুলিশ।
ধৃতকে আজ বুধবার (২২ সেপ্টেম্বর) কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে।
সূত্রে খবর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় বিভিন্ন জায়গায় থেকে মাঝেমধ্যেই উদ্ধার হয় গুলি-ও বোমা।
কোথা থেকে এগুলি মজুদ করা হয়েছিল, কি কারণে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.