BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে এডুকো বাংলাদেশ।

রাজশাহীতে উদিয়মান খেলোয়াড়দের মান বৃদ্ধিতে পাশে দাড়িয়েছে সচেতন সোসাইটি ও এডুকো বাংলাদেশ। তারই ধারাবাকিতায় অনুষ্ঠিত হলো মত মিনিময় সভা।

সভাটি পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম এবং সহযোগিতা করেন ফোকাল পারসন মোঃ মহসিন আলম।

উক্ত অনুষ্ঠানে জাতীয়, আর্ন্তজাতিক কারাতে প্রশিক্ষক ও রেফারি মো. বকুল হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশলে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে। ক্লাবের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করেছে।

মতবিনিময় সভায় মোট ৫৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.এইচ.এম সফিকুজ্জামান, সভাপতি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তিনি প্রায় ৩০ মিনিট ধরে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন ভাল মানুষ হওয়া, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রশিক্ষকের বক্তব্যে ক্লাবের খেলাধুলার উপকরণের ঘাটতির বিষয়টি উঠে এলে প্রধান অতিথি ঘোষণা করেন যে কারাতে স্পোর্টস ক্লাবের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহায়তা প্রদান করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী, আহম্মদ একরামুল্লাহ, নির্বাহী পরিচালক, ক্যাব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত; আহত-২ গত ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে : মির্জা ফখরুল আগামী নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন : মিলন বুধবার থেকে শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে দোল খাচ্ছে সোনালি ধান, বাম্পার ফলনের আভাস