নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে এডুকো বাংলাদেশ।
রাজশাহীতে উদিয়মান খেলোয়াড়দের মান বৃদ্ধিতে পাশে দাড়িয়েছে সচেতন সোসাইটি ও এডুকো বাংলাদেশ। তারই ধারাবাকিতায় অনুষ্ঠিত হলো মত মিনিময় সভা।
সভাটি পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম এবং সহযোগিতা করেন ফোকাল পারসন মোঃ মহসিন আলম।
উক্ত অনুষ্ঠানে জাতীয়, আর্ন্তজাতিক কারাতে প্রশিক্ষক ও রেফারি মো. বকুল হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশলে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে। ক্লাবের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করেছে।
মতবিনিময় সভায় মোট ৫৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.এইচ.এম সফিকুজ্জামান, সভাপতি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তিনি প্রায় ৩০ মিনিট ধরে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন ভাল মানুষ হওয়া, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রশিক্ষকের বক্তব্যে ক্লাবের খেলাধুলার উপকরণের ঘাটতির বিষয়টি উঠে এলে প্রধান অতিথি ঘোষণা করেন যে কারাতে স্পোর্টস ক্লাবের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহায়তা প্রদান করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী, আহম্মদ একরামুল্লাহ, নির্বাহী পরিচালক, ক্যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















