বাংলাদেশ সফরে ১৮ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এজন্য ২৩ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের দল নির্বাচন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচকেরা।
বাংলাদেশ সফরের প্রাথমিক দলে এর আগে রোশান সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সফরের আসতে না চাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কামিন্দু মেন্ডিসকে।
গত ২২ এপ্রিল ২৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন লঙ্কান নির্বাচকেরা। তবে এটি চূড়ান্ত দলটির ব্যাপারে ক্রীড়া মন্ত্রীর অনুমোদন নিতে হয় তাদের।
সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.