বাংলাদেশ-শ্রীলঙ্কা চূড়ান্ত সময়সূচি

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির। মিরপুরে অনুস্থিতব্য ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
গতকাল রবিবার (১৬ মে) সকালে বাংলাদেশে পা রাখা লঙ্কানরা কোয়ারেন্টাইনে থাকবে ১৮ মে পর্যন্ত। এরপর করোনা টেস্টে নেগেটিভ আসলেই ১৯ ও ২০ মে অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবে তারা। পরে ২১ মে খেলবে একদিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ২২ মে অনুশীলন করে আগামী ২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তিন ওয়ানডের মতো ২১ মে লঙ্কানদের প্রস্তুতি ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুরে। আর সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছেড়ে যাবে লঙ্কানরা।
একনজরে লঙ্কানদের সফরসূচি-
#

Comments are closed, but trackbacks and pingbacks are open.