ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ ফুয়াদ কাদেরের উপস্থিতিতে ও প্রত্যক্ষ মদদে ইমার্জেন্সীর বাইরে রোগী থাকাবস্থায় ভিতরে সিনিয়র দুই মেডিকেল ছাত্রদের মল্লযুদ্ধের অংশগ্রহণের ভিডিও নতুন প্রশ্ন জেগেছে।
এই ভিডিও দেখে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালের এই তুগলগি কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গতকাল রবিবার (১১ জানুয়ারী) মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক এক বিবৃতিতে বিষয়টি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।
তিনি বলেন, কি করে একটি হাসপাতালের জরুরী বিভাগে বাইরে রোগী রেখে এমন কর্মকান্ড তারা ঘটাচ্ছে।
এ বিষয়ে প্রতিকার না পেলে তাদের বিরুদ্ধে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ উপরোস্থ জায়গায় অভিযোগ করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #















