বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম’কে গ্রেপ্তার

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: কার্গো হ্যান্ডলিংয়ের ১১৮ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক আলী আহসান বাবু এবং ডিজিএম ইফতেখার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে আত্মসাতের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ ও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

অন্য দুই আসামী হলেন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক (প্রশাসন) বর্তমানে এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত এবং ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.