বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল, খেলা ড্র

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের হোম ভেন্যুর ব্রাদার্স ইউনিয়ন লিঃ ও ফর্টিস ফুটবল ক্লাব লিঃ এর মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে।
শনিবার (৩ ফ্রেরুয়ারী) অনুষ্টিত খেলার শুরুর ৯ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়ন লিঃ এর রাব্বি হোসেন রাহুল ১টি গোল দিয়ে গোলের সুচনা করেন। এরপর ফর্টিসের গামবিয়ার ফুটবলার পা ওমর বাবুও ৪১ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ব্রাদ্রার্সের মাহবুবুর রহমান ৬৯ মিনিটে গোল করলে তারা ২-১ গোলে এগিয়ে যায়।
এগিয়ে গেলেও ফর্টিসের উইক্রেনের ফুটবলার ভেলক্রি হারসি ৭৮ মিনিটে গোল পরিশোধ করে ফলে ২-২ গোলে খেলা ড্র হয়। ফর্টিসের গামিবিয়ার ফুটবলার পা ওমর বাবুও ম্যাচ সেরা মনোনীত হলে তার হাতে ক্রেস্ট তুলে দেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী অনু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.