বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ: পুলিশ দলের মিথুনকে লাল কাড দেখান রেফারী

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় রাউন্ডের হোম ভেন্যুর খেলায় ব্রাদার্স ইউনিয়ন ১-৪ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নিকট হেরেছে। এর ফলে পুলিশের ১০ খেলায় সংগ্রহ ১৩ পয়েন্ট ও ব্রাদার্সের সমপরিমান খেলায় সংগ্রহ ৩ পয়েন্ট।
শনিবার (২৪ ফ্রেরুয়ারী) অনুষ্টিত লীগের খেলায় ব্রার্দাসের ফুটবলার রাব্বি হোসেন রুহেল খেলার ৪৩ মিনিটের মাথায় গোল করে যাত্রা পথ্রের শুর করলেও তা তারা যাত্রাপথ ধরে রাখতে পারেনি ফলে তারা ৪-১ গোলে হেরেছে বাংলাাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নিকট।
পুলিশের ফুটবল দলের পক্ষে সাইদ শাহ কুয়েজেন কিমানি ৪৫+২ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনার পরেও তাদের কলোম্বিয়ার ফুটবলার ইদিশ হরাসিয় ইবরাগুয়েন গ্রেসিয়া ৫২, ৭২ ও ৭৯ মিনিটে গোল করে হ্যাট্রিকের গৌরব ও ম্যাচ সেরার মুকুট নিয়ে মাঠ ছাড়ে।
খেলায় অপ্রতিকর ঘটনা ঘটানোর কারনে রেফারী নাহিদ পুলিশ দলের ফুটবলার মিথুকে দুইটি হলুদ কাড দেখিয়ে মাঠ ত্যাগ করার নির্দেশ দিলে তিনি ম্যঠ ত্যাগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.