বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ যেসব চ্যানেলে দেখা যাবে

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগামী বুধবার ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই ছুটেলেন টাইগাররা নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ২ উইকেটে হেরে গেলেও প্রস্তুতি ভালো হয়েছে টাইগারদের । ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই সিরিজ চলবে ২০ মার্চ পর্যন্ত।

এরপর আছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পুরো সিরিজটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে একমাত্র চ্যানেল-৯ সরাসরি সম্প্রচার করবে।

এছাড়া, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস সিলেক্ট-১, স্টার স্পোর্টস সিলেক্ট-১ এইচডি’তেও দেখা যাবে সিরিজটি। অনলাইন টিভির মধ্যে হটস্টার, স্কাইগো ও ইয়োলো টিভিতেও দেখা যাবে সিরিজটি।

এছাড়াও বিশ্বের আরও কিছু দেশে সিরিজটি সম্প্রচার করা হবে। উল্লেখযোগ্য সিবিএন ও আটিএন ক্রিকেট (কানাডা), উইলো টিভি (ইউএসএ), ওএসএন স্পোর্টস (মিডেল ইস্ট), সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা) এবং ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া)।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পূর্ণ সূচি:

ওয়ানডে:

# ১৩ ফেব্রুয়ারি-সকাল ৭টা
# ১৬ ফেব্রুয়ারি-ভোর ৪টা
# ২০ ফেব্রুয়ারি-ভোর ৪টা

টেস্ট:

# ২৮ ফেব্রুয়ারি-ভোর ৪টা
# ৮ মার্চ-ভোর ৪টা
# ১৬ মার্চ-ভোর ৪টা । #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.