বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে রাজশাহীতে টেনিস ট্রেনিং পোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের উদ্যোগে ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় সোমবার (৩০ জানুয়ারী) হতে ৩ দিন ব্যাপি টেনিস ট্রেনিং পোগ্রাম শুরু হয়েছে।
টেনিস ট্রেনিং পোগ্রামটি পরিচালনা করেন চায়নার ইউএসপিটিএ ও পিটিআর সার্টিফাইড টেনিস কোচ জনাব সুকুমার রয়, সাবেক ডেভিস কাপ প্লেয়ার ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ডেভেলোপমেন্ড সেক্রেটারী শেখ মঈনউদ্দিন ওয়ালী উল্লাহ ঝিলান ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর কোষাধ্যক্ষ মুয়াম্মার আহমদ।
এই টেনিস ট্রেনিং পোগ্রামটিতে রাজশাহীর প্রায় ৭০ জন ক্ষুদে টেনিস খেলোয়াড়গন অংশগ্রহণ করছে। টেনিস ট্রেনিং পোগ্রামটি চলাকালীন সময়ে বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ভাইস চেয়ারম্যান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, সাধারণ সম্পাদক জনাব মো: এহসানুল হুদা দুলু, ভাইস চেয়ারম্যান হাসিনুর রহমান টিংকু, যুগ্ম-সম্পাদক মোঃ খসরু, যুগ্ম সম্পাদক কায়সান আহমেদ ও মাহমুদুল হক রোকন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.