প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দপ্তরটির সম্মেলন কক্ষে আজ (২৬ জুন) অংশীজনের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মচারী কল্যাণ বোর্ডের সেবাসমূহ অবহিতকরণের লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো. তারেক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
পরে সরকারি দপ্তরটির সেবাসমূহ এবং সেসব সেবা প্রাপ্তির আবেদন প্রক্রিয়ার উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে,বাংলাদেশ সরকারের অসামরিক চাকুরিতে নিযুক্ত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে এ কল্যাণ বোর্ড থেকে বিভিন্ন অনুদান, প্রশিক্ষণ, অফিসে যাতায়াতের জন্য স্টাফ বাস সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.