বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিগত কয়েক বছরে অনন্য উচ্চমাত্রায় পৌঁছেছে : মোদী
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে । এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক সময়ে দু’দেশের সম্পর্কের উন্নয়নের বর্ণনাও দেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিগত কয়েক বছরে অনন্য উচ্চমাত্রায় পৌঁছেছে। নতুন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে সেই সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নয়া দিল্লীতে এই সাক্ষাতের সময় তাঁদের মধ্যে দুই দেশের বিভিন্ন চুক্তি, অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নতির প্রশংসা করেন।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান মোদী। একইসঙ্গে নিজের প্রথম সফর ভারতে করায় তাঁর প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের যৌথ কমিশনের সভায় নেতৃত্ব দেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।
এর আগে চারদিনের সফরে গতকাল বুধবার রাতে ভারতের নয়া দিল্লি পৌঁছান ড. এ কে আব্দুল মোমেন। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.