‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ হবে রাজশাহীতে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে আয়োজন হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’। ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং মেজর (অব.) শামসুল আরেফিন।
সভায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে আহ্বায়ক কমিটি ও উপ-কমিটি সমূহ গঠনের ব্যাপারে আলোচনা করা হয়। চলতি বছরের ফেব্রয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশ ও ইন্ডিয়া উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কামার উল্লাহ সরকার কামাল, সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.