বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই : র‌্যাবের মহাপরিচালক

ঢাকা প্রতিনিধিআজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এখানে জঙ্গিবাদের কোন স্থান নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ আরও বলেন, বাংলাদেশ জঙ্গীবাদ বিস্তারে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকলেও আমরা তা মোকাবিলা করতে সমর্থ হয়েছি।

বাংলাদেশে জঙ্গীবাদ দমনে আমরা সফল হয়েছি, তবে তৃপ্ত হইনি। এ ব্যপারে সরকারের জিরো টলারেন্স নীতি, জনগণের ঐক্যবদ্ধ বিরোধীতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জঙ্গীবাদ প্রতিরোধ সম্ভব হয়েছে।

নিউজিল্যান্ডের ঘটনার পর বাংলাদেশে উগ্রবাদ প্রতিরোধে আরও বেশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিযোগিতায় দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক মাজহার মোশাররফ, সাংবাদিক মাঈনুল আলম ও নাদিয়া শারমিন এবং ড. এস এম মোর্শেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.