ঢাকা প্রতিনিধি: আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় এসে তাকে সান্ত্বনা দিয়ে ফেরার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন , শ্রীলঙ্কায় গতকাল রবিবারের ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে। তবে বাংলাদেশে এমন কোনো হুমকি নেই।
এদিকে শ্রীলঙ্কায় রবিবারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশি নাগরিকশ নিহত হন ২৯০ জন। যায় মধ্যে একজন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমের জামাতা নাতি জায়ান চৌধুরী।
নাতির মৃত্যুর পর রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় এসে তাকে সান্ত্বনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই বাসা থেকে বের হয়ে তিনি জানান, ‘জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আসবে। তবে শ্রীলঙ্কার ডাক্তাররা জামাই মশিউল হক চৌধুরীর চিকিৎসা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন ।
এর আগে, গতকাল রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়।
এতে প্রাণ হারান ৩৫ বিদেশি নাগরিকসহ মোট ২৯০ জন। আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। নিহতদের একজন বাংলাদেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.