BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না : ইশরাক হোসেন

বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না : ইশরাক হোসেন

ঢাকা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিক গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা বিপুল পরিমাণ সমর্থক নিয়ে ঢাকা-৬ আসনে গণমিছিল করেন তিনি।

রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে শেষ করেন গণসংযোগ।

এ সময় তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণের কথা জানান।

ঢাকা-৬ আসনের জনগণকে সাথে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলে মন্তব্য করেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সব দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।

শুক্রবার দুপুর থেকেই একে একে মিছিল আর স্লোগান নিয়ে জড়ো হয় মতিঝিল এলাকায়।

উদ্দেশ্য, ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের গণমিছিলে অংশ নেওয়া। তাকে এক নজর দেখার জন্যও অনেকে ভিড় জমান পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি ও জানালায়। হাত নেড়ে সমর্থন জানান বিএনপি নেতা ইশরাককে। কেউ কেউ ফুল দিয়ে বরণও করে নেন ঢাকা-৬ আসনের এই প্রার্থীকে।

এ সময় উচ্ছ্বাস দেখা যায় মিছিলে অংশ নেওয়া কর্মীদের মাঝেও। তারা জানান, বিপুল ভোটে জয়লাভ করার কথা।

ঢাকা-৬ আসনের অধিকাংশ এলাকায় পুরান ঢাকার মধ্যে বিদ্যমান থাকায় নানাবিধ সংকটে পড়েন জনসাধারণ। তবে নির্বাচনে জয়লাভ করে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন ইশরাক।

সন্ধ্যা নামলেও শেষ হয়নি মিছিলের গণজোয়ার। ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করতে প্রস্তুত আসনটির সাধারণ জনগণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩ অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ হিসেবে অভিহিত করলো পেন্টাগন