বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। এর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে রোহিত-কোহলিদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে চায় শান্ত বাহিনী।
শনিবার (১ জুন) নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় ব্যাটিং এবং বোলিংয়ের সময় পরিবর্তন করে স্কোয়াডের সময় সবাইকেই খেলাতে পারবে দুই দল। তবে এই ম্যাচে মোস্তাফিজ এবং তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া খেলছেন না ভারতের বিরাট কোহলিও।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মাহেদী, তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয়।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সাঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.