বাংলাদেশের জলসীমায় ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

খুলনা ব্যুরো: অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মৎস্য আহরণের সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা।

গতকাল শনিবার (০৭ আগস্ট) রাতে টহল দেওয়ার সময় এফবি স্বর্ণতারা নামে ভারতীয় ট্রলারটি জেলেসহ আটক করে কোস্ট গার্ড।
আজ রোববার (০৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিটিসি নিউজকে জানান, খুলনার মোংলা থেকে ১৯.৫ নটিক্যাল মাইল পশ্চিমে টহল দিচ্ছিল আমাদের কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা। সেখানে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করছিল এফবি স্বর্ণতারা নামক একটি ভারতীয় ট্রলার।
এ সময় ট্রলারটির গতিপথ রোধ করে ১৩ জন ভারতীয়সহ ট্রলারটি আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।
এর আগে, গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ এফ বি মা শিবানী ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি এবং চলতি বছরের ২৯ জানুয়ারী ২৮ জন জেলে শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.