BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।

বিষয়টি নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্খিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোন পর্যটকরা জাহাজে উঠেননি। শোকরিয়া যে, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে ঘটনাটি ঘটেনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীর তালাইমারীতে মহাসড়ক অবরোধ স্বতন্ত্র প্রার্থীর বাসায় গেলেন ধানের শীষের প্রার্থী পুতুল: চাইলেন ভোট ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ভস্মীভূত মরদেহ উদ্ধার ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-২ বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন সিস্টেম না বদলালে শুধু লোক দিয়ে দেশ বদলাবে না : তথ্য উপদেষ্টা সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ ২ জন শিকারিকে আটক সান্তাহারে একটি সরু রেলগেট হাজার পথচারীর কান্না, ফুট ওভারব্রিজের দাবী এলাকাবাসির