বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষ উপলক্ষে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে  ১৫ দিন ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর)  এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

গতকাল মঙ্গলবার ( ২০ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো: নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কর্মসূচি গ্রহনের বিষয়টি নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ে  মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ২২/১০/২০২০ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে  মুজিববর্ষ উপলক্ষে  বৃক্ষরোপণ,  মুজিব শতবর্ষ সংকলন সহ বিভিন্ন উদ্যেগ গ্রহন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি নওরীন বর্না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.