বশেমুরবিপ্রবিতে দ্বিগুন দামে আসবাব ক্রয়ে দুদকে অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  এর সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খােন্দকার নাসিরউদ্দিন এর সময়ে ক্রয়কৃত আসবাবপত্রের মধ্যে প্রায় ৮০০টি স্টীলের চৌকি দীর্ঘদিন খােলা আকাশের নিচে পড়ে থাকায় ব্যবহার অনুপযােগী হয়ে পড়েছে এবং উক্ত মালামাল বাজার মূল্যের প্রায় দ্বিগুন দামে ক্রয় করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনে অভিযােগ করা হয়েছে। এ অভিযােগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য  পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নুরউদ্দিন আহমেদ  কতৃক এক অফিস আদেশে  জানানো হয় এ তদন্ত কমিটির আহবায়ক  ইটিই বিভাগের চেয়ারম্যান ও ডিন  প্রফেসর ড. মো: শাহজাহান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন  আইন অনুষদের ডিন  মো: আব্দুল কুদ্দুস মিয়া,  রেজিস্ট্রার , পরিচালক( পউও), উপপরিচালক (হিসাব)।
অফিস আদেশে  উক্ত কমিটিকে এ বিষয়ে ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রয়ােজনীয় কাজ সমাপ্ত করে তাদের মূল্যায়ণ রিপাের্ট মাননীয় ভাইস চ্যান্সেলর এর নিকট সরাসরি উপস্থাপনের জন্য বিশেষভাবে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি নওরীন বর্না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.