বলেশ্বর নদে ইলিশ মাছ ধরা নিয়ে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে তিন জেলে আহত

বাগেরহাট প্রতিনিধি: বলেশ্বর নদে ইলিশ মাছ ধরা নিয়ে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে তিন জেলে আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের বগী স্টেশনের ডুমুরিয়া টহল ফাড়ি সংলগ্ন নদে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার জেলেদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত তিন জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জেলেরা হলেন,  বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের রফেজ জমাদ্দারের ছেলে কামাল জমাদ্দার (৪৫), মৃত কাদের মল্লিকের ছেলে ছরোয়ার মল্লিক (৪১) ও মৃত লতিফ খলিফার ছেলে কালাম খলিফা (৩০)।

ক্ষতিগ্রস্ত জেলেরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন , এদিন দুপুরে তারা বলেশ্বর নদে ইলিশের জাল ফেলে নৌকায় অবস্থান করছিলেন। একই সময় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবনিয়া গ্রামের জেলে আ. হাই গাজীর ছেলে সুমন গাজী, মৃত হানিফ গাজী ছেলে ছগির গাজী, মৃত সিরাজ গাজী ছেলে রাসেল গাজী ও মৃত হাসেম গাজী ছেলে সাহাদাৎ গাজী একই এলাকায় জাল পাতেন।

নদীর স্রোতে জালের ওপর জাল উঠে যাওয়ায় প্রতিপক্ষরা ক্ষীপ্ত হয়ে পিটিয়ে ও কুপিয়ে তাদের তিনজনকে আহত করেন। এসময় প্রায় ২০হাজার টাকা মূল্যের জাল কেটে নিয়ে যায় হামলাকারীরা। এঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন আহত জেলেরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন , জেলেদের মারধরের বিষয়টি শুনেছেন। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে, এব্যাপারে প্রতিপক্ষ জেলেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.