বর্ষার আগেই সড়ক ও রেল সেতু চিহ্নিত করে সংস্কার করার নির্দেশ : প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি:  আজ মঙ্গলবার একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাদেশে সড়ক ও রেলপথের সকল সেতু বা কালভার্টের অবকাঠামো জরিপের করে বর্ষার আগেই নড়বড়ে সেতু চিহ্নিত করে সংস্কার করা যায়।  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বিশ্বকাপ ক্রিকেটে গতকাল আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল বিজয় লাভ করায় শাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহিমসহ সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টাইগারদের খেলার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া সকল পেশাদার খেলোয়াড়রা যেন সবসময় প্রশিক্ষণের সুযোগ পায়, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রশিক্ষণ তহবিল গঠনের জন্য অর্থ ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন খেলোয়াড় অবসর গ্রহণের পরেও যেন প্রশিক্ষণের সুযোগ পায়, এজন্য প্রশিক্ষণ তহবিল গঠন করতে হবে।

এতে তারা শরীরের ফিটনেস ধরে রাখতে পারবেন। ফিটনেস ঠিকঠাক থাকলে তাদেরকে অন্য কাজেও লাগানো যাবে। ফলে তারা অবসর গ্রহণের পরে অর্থ কষ্টে ভুগবেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.