বর্তমান সরকার সাধারণ শিক্ষাই নয়, নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে : এমপি টগর

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষাই নয়,নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। যে কারণে আজ সোমবার সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা একুশের চেতনায় বড় হচ্ছে।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার চার-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্হাপনের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সাংসদ হাজি মো: আলী আজগার টগর এমপি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত এবং শিক্ষা প্রকৌশল কর্তৃক নির্মিত ৩ কোটি সাড়ে  ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। আজ সোমবার বেলা  সাড়ে ১১ টায়  মাদরাসায় চারতলা ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় গভনিং বডির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ,লীগ নেতা মো: আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিঙ্কন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,  দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যার শাহ মো: ইনামুল করিম ইনু।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ  মাও, জুলফিক্কার আলী   উপজেলা আ,লীগের সহসভাপতি সহিদুল হক, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান হাবু,  দর্শনা পৌর আ,লীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম,জিবননগর পৌর আ,লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ,  আ,লীগ নেতা  তাহাজ উদ্দিন, আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল করিম, রবিউল হোসেন শুকলাল, ডা: রবিউল হক, মখলেসুর রহমান রিপন, রেজাউল করিম মিন্টু, আশরাফুলহক আশা,লুৎফর রহমান,হাজি মো: ফজলুল হক, সাইদুর রহমান সাঈদ, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান মুকুল, শওকত আলী, নুর হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমিন, গভনিং বডির সদস্য ডা: আবুল কাশেম, নুরুল আমিন, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হবি, সম্পাদক নুরুন্নবি কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম এপি, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, দপ্তর সম্পাদক বখতিয়ার বকুল, সাংগাঠনিক সম্পাদক শরিফ রতন, আলমগীর হোসেন প্রচার সম্পাদক মেহেদি মিলন, আবু জাফর, আসাদুল হক,ফয়সাল ছাত্রলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, অপু সরকার, সানাউল কবির শিরিন, ফারুক হোসেন, প্রমুখ।

পরে ভবনটির উদ্বোধন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.