বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

ঢাকা প্রতিনিধি: বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আজ। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে।

এর আগে গত ২৬ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ২০১তম বৈঠক হয়। ওই বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিটিসি নিউজকে জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামী ৩ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার শেষ বৈঠক হবে।

জানা গেছে, সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রিসভার সদস্য চার টেকনোক্র্যাট মন্ত্রীও উপস্থিত থাকবেন। তাদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রিসভার ওই সদস্য আরও জানান, আজকের বৈঠকে কিংবা বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.