বর্তমান মুখ্যমন্ত্রী দেখে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 

কলকাতা (ভারত) প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাস নালীর সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই ৯ সদস্যের একটি ম্যাডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তাঁর পারিবারিক চিকিৎসক জানাচ্ছেন বর্তমানে তিনি পুরোপুরি ভ্যান্টিলেশনে আছেন। স্টেরয়েড জাতিয় ওষুধপত্র তাঁকে দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন।
আজ একটু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বুদ্ধদেব হাত নেড়ে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সাথেও কথা বলেন। তাঁরা জানিয়েছেন বুদ্ধদেববাবু চিকিৎসায় সারা দিচ্ছেন। রাইলস টিউবের সহায়তায় তাঁকে খাওয়ানো হচ্ছে। চিকিৎসকরা তাঁকে কড়া নজরে রেখেছেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে পরিবার চাইলে বিশেষ চিকিৎসা সহায়তার বন্দোবস্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.