বর্তমানে দেশে শ্রীলঙ্কার অবস্থা বিদ্যমান : রিজভী

ঢাকা প্রতিনিধি: বর্তমানে বাংলাদেশে শ্রীলঙ্কার সব অবস্থা বিদ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়ায় এক মশাল মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গ্যাস বিদ্যুৎ এবং পানির দাম বাড়ানোর প্রতিবাদে মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে শনিরআখড়ায় শেষ হয়।
রিজভী বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বারবার গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে শ্রীলঙ্কার সব অবস্থা বিদ্যমান। দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।
মশাল মিছিলে অংশ নেন যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা শিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.