বর্ণাঢ্য আয়োজনে খুলনা দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বুধবার(২৫ এপ্রিল) পালিত হলো খুলনা জিলার ঐতিহ্যের ১৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা খুলনা দিবস।
দিবসটি পালন উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করে। সকাল সাড়ে নয়টায় নগরীর মজিদ সরণিস্থ কার্যালয় থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসের। পরে বর্ণাঢ্য র‌্যালী সংগঠনের কার্যালয় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উন্নয়ন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর কেডিএ কমিউনিটি সেন্টরে খুলনা মেজবান ও সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে সংক্ষিপ্ত আলোচনা এবং লোকজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণ্যাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার মো: লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক মো: আমিন উল আহসান, আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র মো: মনিরুজ্জামান মনি, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র প্রার্থী যথাক্রমে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, নজরুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান বাবু, এস এম শফিকুর রহমান মুশফিক, উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সাবেক সভাপতি আলহাজ্ব এস এম দাউদ আলী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো: আবু সাইদ, তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাবেদ ইকবাল, বিশিষ্ট পাট ব্যবসায়ী আলহাজ্ব শরীফ ফজলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মো: জাফর ইমাম, প্যানেল মেয়র রুমা খাতুন, সেভেন রিংস এর উপদেষ্টা এরশাদ আলী আজাদ, সিপিবির কেন্দ্রীয় নেতা এস এ রশীদ, নগর সভাপতি এইচ এম শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, বাসদ এর জানার্দন দত্ত নান্টু, প্রবীন আইনজীবী আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিশিষ্ট সাংবাদিক দিদারুল আলম, ন্যাপ এর তপন কুমার রায়, সহ-সভাপতি মো: নিজামউর রহমান লালু, শাহিন জামার পন, শেখ আবুল কাশেম, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব এ্যাড শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম প্রমুখ।


এছাড়া খুলনা দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা সমূহ লাইটিং এর মাধ্যমে সাজ-সজ্জা করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.