BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ।

জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ এর নেতৃত্বে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে চলা র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনসহ যুবদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে টাউন ক্লাব চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ বলেন, “যুব সমাজই দেশের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইবনে হাবিব আল মারুফ, সদস্য মো. সোহাগ, মাহফুজুর রহমান চন্দন, সৈয়দ সালেহীন, ফয়সাল আহমেদ, মুঃ আল আমিন বিশ্বাস, যুবায়েরসহ দলীয় নেতাকর্মীরা।

র‍্যালিতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা হাতে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ