বর্ণবাদের ঘটনায় এবার ম্যাচ পরিত্যক্ত

বিটিসি স্পোর্টস ডেস্ক: বর্ণবাদের ভয়াল থাবা যেন ক্রমেই গ্রাস করে নিতে চাচ্ছে ফুটবলকে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ক্রমাগত বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা এখনও জ্বলজ্বলে। সেই ঘটনার প্রতিবাদে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলের আবারও বর্ণবাদের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। এবার তো বর্ণবাদের অভিযোগে পরিত্যক্তই হয়ে গেলো ফুটবল ম্যাচ।
অস্ট্রিয়ায় গতকাল নিউজিল্যান্ড বনাম কাতারের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি পরিত্যক্ত করা হয় বর্ণবাদের অভিযোগে। নিউজিল্যান্ডের দাবি প্রতিপক্ষের এক খেলোয়াড় দ্বারা তাদের একাধিক খেলোয়াড় বর্ণবাদের শিকার হয়েছে।
বিরতির ঠিক আগে ঘটনাটি ঘটেছে বলে নিউজিল্যান্ড দাবি জানিয়েছে। ঐ সময় নিউজিল্যান্ড ১-০ গোলে এগিয়ে ছিল। এর প্রতিবাদে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেনি নিউজিল্যান্ড।
পরবর্তীতে নিউজিল্যান্ড ফুটবল টুইটারে লিখেছে, ‘কাতারি একজন খেলোয়াড় দ্বারা তাদের অভিজ্ঞ ডিফেন্ডার মাইকেল বক্সাল বর্ণবাদের শিকার হয়েছেন। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ড মাঠে ফিরতে অস্বীকৃতি জানায়।’
নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্রাগনেল বলেছেন তাদের পুরো ফেডারেশন খেলোয়াড়দের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন করেছে। এক বিবৃতিতে প্রাগনেল বলেন, ‘আমরা কখনই ম্যাচ বাতিলের পক্ষে না। কিন্তু কিছু কিছু বিষয় কখনো ফুটবলের থেকেও বড় হয়ে দেখা দেয়। আর এই ধরনের ঘটনায় শক্ত অবস্থান নেওয়াটা গুরুত্বপূর্ণ। ফুটবলে বর্ণবাদের কোন জায়গা নেই।’
কাতারের কোচ কার্লোস কুইরোজ বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক বিরতির সময় তাদেরকে জানিয়ে দিয়েছেন তারা আর মাঠে নামবে না। এ সম্পর্কে কাতারি স্পোর্টস চ্যানেল আলকাসে কুইরোজ বলেছেন, ‘বিষয়টি মূলত এমন, দুজন খেলোয়াড় মাঠে একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করছে। আমরা এমনটাই দেখেছি। নিউজিল্যান্ড খেলোয়াড়রা তাদের সতীর্থকে সমর্থন করেছে। আমাদের খেলোয়াড়রা সবাই স্বাভাবিক ভাবেই তাদের সতীর্থকে সমর্থন করেছে। নিউজিল্যান্ড না খেলার সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই। রেফারি কোন ধরনের কথাবার্তা শুনেনি, ডাগ আউটে বেঞ্চের খেলোয়াড়রা, কোচরা কেউই কিছুই শুনেনি। শুধুমাত্র দুই খেলোয়াড়ের মধ্যে বাকবিতন্ডা হতে দেখা গেছে।’
কুইরোজ আশা করেন ফিফা এই ঘটনার সুষ্ট তদন্ত করবে। তিনি বলেন, ‘দেখা যাক এ বিষয়ে ফুটবল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়। আমি মনে করি ফিফা পুরো বিষয়টি খতিয়ে দেখবে।’
এদিকে গতকাল অস্ট্রিয়ায় অনুষ্ঠিত আরো একটি ম্যাচও এই একই কারনে বাতিল হয়ে গেছে। আয়ারল্যান্ড ও কুয়েত অনুর্ধ্ব-২১ দলের মধ্যকার ম্যাচটিতে আইরিশ এক বদলী খেলোয়াড় বর্ণবাদের শিকার হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ম্যাচটি ৭০ মিনিট পর্যন্ত মাঠে গড়িয়েছিল।
ফুটবল এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) টুইটারে বিষয়টি নিয়ে মন্তব্য করেছে। সেখানে তারা বলেছে এই ধরনের ঘটনা এফএআই কখনই সহ্য করবে না।
বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে ফিফা ও উয়েফার কাছে রিপোর্ট করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.