বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবরারের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছে।
আজ বুধবার সন্ধ্যার ৬ টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কাজলা ভবনের সামনে শিক্ষার্থীরা আবরার ফাহাদকে স্মরণ করে একমিনিট নিরবতা পালন করেন।
মোমবাতি প্রজ্জ্বলনের এ সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একত্বতা প্রকাশ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-আর্ডিনেটর জনাব মোঃমুশিহুর রহমান সহকারী অধ্যাপক সালমা জান্নাত , সহকারী প্রভাষক জোবাইদা শিরিন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.