বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সভা ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে আগষ্ট ২০২৫ মাসের মাসিক সভা ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে মাসিক সভা ও ১জন অবসরজনিত কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে অবসরজনিত বিদায় কর্মকর্তা হলেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ শহীদুর রহমান।
মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ তরিকুল আলম।
এসময় অতি:প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি :প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমানসহ কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাসিক সভা ও বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)  মোঃ তরিকুল আলম প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
মাসিক সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার রিজিয়ন ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক এসময় মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধাণের নির্দেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.