বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আগষ্ট ২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমডিএ’র সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক  মোঃ শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী পরিচালক  মোঃ শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)  মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং  মাঠের সমস্যা  সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের নির্দেশ দেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করার পরামর্শ দেন তিনি।
এ সময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী  মোঃ শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী  ড. মোঃ আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মোঃ শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ও (নির্বাহী প্রকৌশলী) মো: হাবিবুর রহমান খান, প্রকল্প পরিচালক (EIND প্রকল্প) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাকসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, উপ-পরিচালক (সেবা) ও সহকারী প্রকৌশলীবৃন্দগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.