বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নব-নির্মিত পার্বতীপুর জোন অফিস উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) কর্তৃপক্ষের “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি)” এর আওতায় নব-নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন দিনাজপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৭ মে) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি)” এর আওতায় নব নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান, নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ ,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান, পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলা পরিষদে চয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ ঠাকুরগাঁও সার্কেল, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুর ইসলাম (আরআইআইপি), নির্বাহী প্রকৌশলী ডক্টর মো. এজাদুল ইসমাল দিনাজপুর রিজিয়ন, নিবাহী প্রকৌশলী মো মাহফুজুর রহমান (জিডিজেআইপি) বিএমডিএ ঠাকুরগাঁও, প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো নূরে আলম, সহকারী প্রকৌশলী মো একেএম আব্দুল মঈন পার্বতীপুর জোন বিএমডিএ, উপ-সহকারী প্রকৌশলী এরসাদ আহম্মেদ (জিডিজেআইপি) ঠাকুরগাঁও, পরিদর্শক মো নাজির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নব নির্মিত বিএমডিএ পার্বতীপুর জোন অফিসের ভবন উদ্বোধন শেষে দোয়া ও বৃক্ষরোপন করা হয়।
এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ (জিডিজেআইপি)” প্রকল্পের আওয়তায় ৬৬ লক্ষ টাকা ব্যায়ে ৩.৫ কিলোমিটার খাল পুনঃখনন ,দিনাজপুর সদর জেলার কিশানবাজার সংলগ্ন দুধিয়া দাড়া খাস খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান, নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক (জিডিজেআইপি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মো নূরে আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.