বরেন্দ্র এলাকায় অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ২০২১-২২ অর্থ বছরে বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্যে অপ্রচলিত ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্প পরিদর্শন করে বিএমডিএর চেয়ারম্যান বেগম আকতার জাহান।
শনিবার (১৮) জুন) রাজশাহীর পবা উপজেলার বাকসারা বিল নেপালপাড়া ,গোদাগাড়ি উপজেলার সারিংপুর, বাজেউতপুর ম্যেজাসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে তিনি।
পরিদর্শন কালে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবেই বাংলাদেশ কৃষিখাতেকে এগিয়ে নিয়ে চলেছেবিশ্ব দরবারে। তারই ধারাবাহিকতায় অপ্রচলিত ও ঔষধি ফসল উদপাদনে গুরুত্ব দিয়ে আসছে সরকার।
এছাড়াও তিনি বলেন ২০২১-২২ অর্থ বছরে এই প্রকল্প এর আওতায় উপকার পেয়েছে ৬ হাজার ৫শত ত্রিশ জন, প্রশিক্ষনার্থী ৬০ জন, ও অপ্রচলিত ফল ও ঔষধি ফসলের চারাগাছ বিতরণ করা হয়েছে ৬ হাজার ৫শত ত্রিশটি।
এ সময় বিএমডি এর নির্বাহী পরিচালক প্রখৌশলী মোঃ আব্দুর রশিদ, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান,সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ অন্য কম্যকর্তা ও প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.