বরিশালে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলে আটক

 

বরিশাল ব্যুরো: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কীর্তনখোলা, কালাবদর এবং মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বরিশাল নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বরিশাল জেলা মৎস্য বিভাগের (ইলিশ) কর্মকর্তা বিমল চন্দ্র দাস বিটিসি নিউজকে জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগে ২২ জেলেকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ২২ জেলের মধ্যে ৪ জনকে বেকসুর খালাস দেন এবং অপর ১৮ জেলেকে ৫ হাজার করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.