বরিশালে চিংড়ি’র সাড়ে ১৯ লাখ রেণু পোনাসহ আটক-২৭

বরিশাল ব্যুরো: ব‌রিশা‌লে ১৯ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু পোনাসহ ২৭ জন‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। আজ শুক্রবার (২২ এপ্রিল) দুপু‌রে নগরীর আমতলার মো‌ড় থেকে তাদেরকে আটক করা হয়।
কোস্টগা‌র্ডের ব‌রিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী বিটিসি নিউজকে ব‌লেন, ‘একটি ট্রা‌কে তল্লাশির সময় ৬৫‌টি ড্রা‌মে ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দসহ ২৭ জন ব‌্যবসায়ী‌কে আটক করা হয়। পাশাপা‌শি রেণু পোনা বহনকা‌রী ট্রাক‌টিও জব্দ করা হ‌য়ে‌ছে। ট্রাকভ‌র্তি রেণু পোনা পটুয়াখালীর কালাইয়া থে‌কে বা‌গেরহা‌টের ফ‌কিরহা‌টে যা‌চ্ছি‌ল।’
নদী বা সমুদ্র অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা রেণু পোনা অবৈধভাবে বাণিজ্য করায় আটকদের বিরুদ্ধে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে এবং রেণু পোনা নদীতে অবমুক্ত করা হ‌বে ব‌লে জানান কোস্টগা‌র্ডের স্টেশন কমান্ডার এম আতাহার আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.