বরিশালে গভীর রাতে ‘কল্লাকাটা’ সন্দেহে পাগলকে পিটিয়ে রক্তাক্ত!


বরিশাল ব্যুরো:  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘কল্লাকাটা’ সন্দেহে এক মানসিক ভারসাম্যহীনকে (পাগল) পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার আলীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আলীগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ঘোরাঘুরি করেন।

এসময় স্থানীয় লোকজন তার গতিবিধিকে সন্দেহজনক মনে করে চারদিক ঘিরে ফেলে। একপর্যায়ে ঐক্যবদ্ধ লোকজন লাঠিসোঠা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে পুলিশ এসে লোকজনকে সরিয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, মানসিক ভারসাম্য ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে কল্লাকাটা মনে করে পিটুনি দেয়।

বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.