বরগুনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, মোয়াজ্জিন বরখাস্ত

 

বরিশাল ব্যুরো: বরগুনার পাথরঘাটা উপজেলায় বাল্যবিবাহের দায়ে কনের মাকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবির।

এছাড়া পাথরাঘাটা উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিনকে চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ দেন।

গতকাল শুক্রবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আদেশ দেয়া হয়।

ইউএনও মো. হুমায়ুন কবির জানান, উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের আশ্রাফ আলীর মেয়ে কারিমার (১৬) সাথে বরগুনা নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সিদ্দিকের (১৯) সাথে পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন সদর পাথরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নাসির উদ্দিনের বাসায় এ বিয়ের আয়োজন চলছিল।

এ সময় ঘটনাস্থলে যাওয়ার খবর শুনে বর পক্ষ পালিয়ে গেলেও কনে ও কনের মা কহিনুর বেগমকে ২শ’ টাকা এবং মসজিদের মোয়াজ্জিন মো. জাকির হোসেনকে ২শ’ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মসজিদের মোয়াজ্জিন আইন বহির্ভূত কাজে সম্পৃক্ত হওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ইউএনও আরও জানান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনকে খোঁজ করা হচ্ছে। তাকে পাওয়া মাত্রই আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.