বরখাস্ত হওয়ার পর ফের ইরানের কোচ হলেন স্কোচিচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বরখাস্ত হওয়ার এক সপ্তাহের ব্যবধানে আবারও ইরান জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে ফিরেছেন দ্রাগান স্কোচিচ। ইরানি দৈনিক তেহরান টাইমের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদ ও টেকনিক্যাল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্ক ভিলমটসের পরিবর্তে ২০২০ সালে ফেব্রুয়ারিতে স্কোচিচকে কোচ করা হয়। এই ক্রোয়াটের অধীনেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। স্কোচিচের সময়কালে ইরান ১৮ ম্যাচের ১৫টিই জিতেছে।
তবে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরে যায় তারা।
ইরান এনিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবে। যেখানে আগামী নভেম্বরে শুরু হওয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আছে এশিয়ার পরাশক্তিরা। আসরের উদ্বোধনী দিনই ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। এরপর ওয়েলস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.