বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী 

বিশেষ প্রতিনিধি: বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ফেনী জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।
গত বুধবার থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে গত বৃহস্পতিবার ২টি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও ২টি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে।
স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরী আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে।
নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরীসহ প্রায় ২ শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারের পাশাপাশি অসহায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী খুলনার পরিচালকের পক্ষে উপ-পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.