বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হল সোনাগাজীর রেগুলেটরের ৪০টি গেট

ফেনী প্রতিনিধি: ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলাকে সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজীতে অবস্থিত ফেনী রেগুলেটরের ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ সোমবার (২০ জুন) সকালে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজীর কয়েকটি গ্রামে পানি ঢুকে যাওয়ায় সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
একই সময় ভারী বর্ষণে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের ভেতর দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়রা বলছেন পানি বাড়ছে, ডুবছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।
ফেনী পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী নুরনবী বিটিসি নিউজকে বলেন, ফুলগাজী উপজেলা যাতে বন্যার কবলে না পড়ে সেই বিবেচনায় অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের সব গেট খুলে দেওয়া হয়েছে।
হঠাৎ করে সব গেট খুলের দেওয়ার বিষয়ে নুর নবী আরও বলেন, আজ সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এক দিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের গেট খুলে দেওয়া হয়। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার। বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে। তিনি আরও জানান, পানির প্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.