বন্যা কবলিত পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বন্যা কবলিত পাকিস্তানে সফর করছেন।
আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ইসলামাবাদে গিয়ে বহির্বিশ্বের কাছে তিনি পাকিস্তানের জন্য ব্যাপক সহায়তা আহ্বান করেন।
গত কয়েক মাস যাবৎ পাকিস্তান ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। এখন পর্যন্ত প্রায় ১৪শ মানুষ বন্যায় নিহত হয়েছেন। বাড়িহারা হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ইসলামাবাদ বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার।
পাকিস্তানে পৌঁছানোর পর এক টুইট বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের জনগণের সঙ্গে সংহতি জানাতে আমি এখন ইসলামাবাদে। আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে পাকিস্তানের জন্য আমি ব্যাপক সহায়তা আহ্বান করছি। পাকিস্তান জলবায়ু বিপর্যয়ের শিকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.