বন্যায় সারা দেশে ১৪০ মেডিকেল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বন্যার কারণে সারা দেশে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে টিম প্রতিটি দুর্গত এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা দিবে।
আজ শনিবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পানি ঢুকেছে, বিদ্যুত নেই। জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সব নিয়ে যাচ্ছে গঠিত মেডিকেল টিম।
দেশে করোনা সংক্রমণের হারও বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। মাস্ক পরাসহ সবাইকে বুস্টার ডোজ নিতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.