বন্যায় রাজশাহীর ১১ স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বন্যায় রাজশাহীর বাঘা উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, বাঘার লক্ষীনগর, পলাশি ফতেপুর, কালিদাসখালী, চরকালিদাসখালী, পশ্চিম চরকালিদাসখালী,কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকরাজাপুর, কাদিরপুর, কালিদাসখালী,পলাশি ফতেপুর ও খানপুর জেপি উচ্চ বিদ্যালয়। বেশী ঝুঁকিতে থাকা লোকদেরকে ওই ১১টি স্কুলে আশ্রয় নিতে বলা হয়েছে। ইতোমধ্যে এসব স্কুলে আশ্রয় নিয়েছে অনেক পরিবার।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বিটিসি নিউজকে বলেন, বন্যার্তদের জন্য ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া চরের ১১টি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.