বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন শাহীন আকতার রেনী
রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
আজ সোমবার দুপুর নগরীর ২৪ নং ওয়ার্ডে কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে চাল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
নগরীর নদীর তীরবর্তী এলাকার ১০০ পরিবারের সদস্যদের প্রত্যেককে ২০ কেজি চাল বিতরণ করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহসানু হক পিন্টু। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#(প্রেস বিজ্ঞপ্তি)#
Comments are closed, but trackbacks and pingbacks are open.