বন্যাদুর্গতদের জন্য সহায়তা: প্রধানমন্ত্রীর কাছে সেনাপ্রধানের ১০ কোটি টাকার চেক হস্তান্তর

 

বিটিসি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সহায়তা করতে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ  জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর  সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি মহৎ উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.