বন্ধ হওয়ার শঙ্কায় আফ্রিকা মহাদেশের ক্রিকেট

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। এরই মধ্যে আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সহ অঞ্চলটির দেশগুলোতে আবারও ক্রিকেট খেলা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে ২০২০ সালে মহামারির কারণে পুরো বিশ্বেই সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। থমকে যায় সবকিছু। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্টেডিয়ামগুলোতে ফিরেছে দর্শকও। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় আবারও নতুন করে শঙ্কা জেগেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্টগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ ‘ওমিক্রন’। তাই প্রশ্ন উঠেছে, আফ্রিকা মহাদেশে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় দেশটির ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছে ভারতীয় ‘এ’ দল। দেশটিতে সফরে আছে নেদারল্যান্ডস জাতীয় দল। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সেখানে যাওয়ার কথা রয়েছে ভারতের জাতীয় দলের। এছাড়া জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। কিন্তু সবগুলোর ভবিষ্যতই এখন শঙ্কায়।
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফররত নেদারল্যান্ডস জানিয়েছে, তারা সিরিজ না খেলেই দেশে ফিরতে চায়। আজ শনিবার (২৭ নভেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দক্ষিণ আফ্রিকায় দল পাঠাবে কি না সেটা নিয়েও সিদ্ধান্তহীনতায় আছে বিসিসিআই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.