বদলি নেমে খুশি নন কামাভিঙ্গা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে নিয়মিত শুরুর একাদশে খেলেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রেখেছেন বড় অবদান। তবে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে তাকে খেলতে হচ্ছে বদলি হিসেবে। এতে মোটেও সন্তুষ্ট নন এই মিডফিল্ডার।
রেয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে দুই হাজার ৮৩৭ মিনিট খেলেন কামাভিঙ্গা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা ঘরে তোলে কার্লো আনচেলত্তির দল।
সেখানে জার্মানিতে ইউরোয় গ্রুপ পর্বে কামাভিঙ্গা খেলেছেন মাত্র ৪৮ মিনিট। অস্ট্রিয়া ও পোল্যান্ডে বিপক্ষে নেমেছেন বদলি হিসেবে।
শনিবার সংবাদ সম্মেলনে ২১ বয়স বয়সী ফুটবলার বললেন, বদলির ভূমিকায় তৃপ্ত নন তিনি। তবে শুরুর একাদশে জায়গা পাবেন বলে দৃঢ় বিশ্বাস তার।
“এটা (বদলি নামা) আমার জন্য ইতিবাচক দিক নয়। খুব বেশি না খেলাটা আমাকে আনন্দিত করে না। কিন্তু আমি জানি, একদিন না একদিন আমার সময় আসবে। আমাকে প্রস্তুত থাকতে হবে, বিশ্বকাপের মতো, যেখানে কোচ আমাকে ফাইনালের জন্য ডেকেছিলেন।”
গ্রুপ রানার্সআপ হিসেবে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। যেখানে সোমবার তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.