বদলগাছীতে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত-২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় এ ঘটনা ঘটে।
বেলা ৩টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের নাম জানা যায়নি। তবে দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
প্রতক্ষ্যদর্শীর বরাতে পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে পুলিশের একটি দল।
কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ গেল দুই বোনের, পালিয়েছে চালক কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ গেল দুই বোনের, পালিয়েছে চালক
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিটিসি নিউজকে বলেন, অটোরিকশা এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.